বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ এর প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ
কোষ্টিয়ায় নির্মানাধীন একটি উগ্র-সাম্প্রদাকিয় ্রমৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা “সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ'৭১ এর নেতৃবৃন্দ।
গতকাল বিকেল ৫টার দিকে কক্সবাজার শহিদ মিনার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও অন্যান্য শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় সভাপতির বক্ত্যব্যে মোহাম্মদ আলী বলেন, বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়ে তারা বাংলাদেশের অস্থিত্বে আঘাত করেছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মুক্তিযোদ্ধের চেতনার শক্তি বেঁেচে থাকতে ওসব উগ্র-সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর ঠাই বাংলার মাঠিতে হবে না। ওসব উগ্র-সাম্প্রদাীয়ক গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি অনুরোধ জানান।
এসময় সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালীর প্রাণ-পুরুষ বঙ্গবন্ধর ভাষ্কর্য ভাঙচুরের মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা এদেশের শত্রু, জাতীর শত্রু ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এই ন্যাক্কারজনক কর্মকান্ডে তীব্র প্রতিবাদ ও উগ্র সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হেফাজত ইসলাম ও চরমোনাইয়ের পীর গালবাজ মামুনুল হকদের অবিলম্বে নিষিদ্ধ করার দাবী জানান।
উক্ত প্রতিবাদ সমাবেশে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, ইফতেকার উদ্দিন চৌধুরী, সমীর পাল, রবীন্দ্র বিজয় বড়ুয়া, অধ্যাপক হাশেম উদ্দিন, সাংবাদিক ইমাম হোসেন শফিক, প্রফেসার উজ্জ্বল দেব, কলোল দে চৌধুরী, রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহিম, চকরিয়া উপজেলার সভাপতি সিকান্দার আলী, টেকনাফ উপজেলার সহ-সভাপতি আয়ুব আলী, উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আবু তাহের, চকরিয়া উপজেলার যুব বিষয়ক সম্পাদক ইমরান প্রমুখ।