প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১২:৫৯ পিএম আপডেট: ১১.১২.২০২০ ৭:০৮ পিএম | প্রিন্ট সংস্করণ
ক্রিকেটের গ্যালারিতে বাঘের উল্কির সেই ছেলেটি পতাকা উড়াল পদ্মার বুকে। নাম তার শোয়েব আলী। অনেকে তাকে চেনে টাইগার শোয়েব নামে। দীর্ঘদিন বাঘের রূপ ধারণ করে গ্যালারিতে বসে সমর্থন দিচ্ছেন সাকিবদের। এবার সমর্থন নয় সর্বনাশা পদ্মা ভাঙনের দুঃখ মুক্তির আনন্দে উল্লাসিত তিনি। পদ্মার বুকে লাল-সবুজের পতাকা হাতে হাজির হন শোয়েব আলী। গতকাল বৃহস্পতিবার পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসানোর দৃশ্য দেখতে গায়ে বেঙ্গল টাইগারের মতো দেখতে ডোরাকাটা জামা আর মুখে রঙ মেখে আসেন তিনি।
ছোট একটি নৌকায় চড়ে অবস্থান নেন ১২ ও ১৩ নম্বর পিলারের কাছে। ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিপুর গ্রামের ছেলে শোয়েব আলী বোখারি (৩২) পেশায় একজন মোটর মেকানিক। থাকেন ঢাকার বাড্ডায়। ২০০৮ সালে পদ্মার ভাঙনে বসতবাড়ি বিলীন হলে তার পরিবার ঢাকায় আশ্রয় নেন। আবেগাপ্লুত হয়ে শোয়েব বলেন, ‘আমি নিজেও নদীভাঙন কবলিত মানুষ। পদ্মা আমাদের নিঃস্ব করেছে। জীবন-জীবিকা হারিয়ে উদ্বাস্তু হয়ে বাঁচতে হচ্ছে। সেই পদ্মার বুকে স্বপ্ন দাঁড়িয়ে যাওয়ার এ এক অন্য রকম আনন্দ। এই সেতু পদ্মাপারের কোটি মানুষের ভাগ্য বদলে দেবে। তাই এই সেতুর ব্যাপারে আবেগটা একটু বেশিই। কিছুদিন আগে বাবা মারা গেছে। তিনি এই পদ্মা সেতু দেখে যেতে পারলো না।’
তিনি আরো বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু শেষ পর্যন্ত বাস্তবে দৃশ্যমান হবে সেটা অনেকেই ভাবেনি। আমার মনে হয় এটি বাংলাদেশের বিজয়। এই অঞ্চলের মানুষ ভোগান্তির মাঝে ছিলো। তবে স্বপ্নের পদ্মা সেতু হয়ে গেছে, তাই আর কোনো চিন্তা নেই। এখন থেকে যাত্রাপথে আর ভোগান্তিতে পড়তে হবে না সাধারণ মানুষের।’ খেলার মাঠ ছেড়ে হঠাৎ পদ্মায় আসার বিষয়ে জানান, ‘প্রতিদিন মাঠে গিয়ে ভাবি জিতবো নয় হারবো। কিন্তু আজ জয় নিশ্চিত। আজ কোনো পরাজয় নেই। নিশ্চিত সেই জয়ের সাক্ষী হতেই আজ এখানে আসা।’