প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১২:৫৯ পিএম আপডেট: ১১.১২.২০২০ ৭:০৬ পিএম | প্রিন্ট সংস্করণ
পরমুখাপেক্ষী না হয়ে বাংলাদেশ নিজেই যে কিছু করতে পারে পদ্মাসেতুই তার প্রমাণ বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডকে করে পদ্মাসেতুর শেষ স্প্যান বসানোর কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান বসানোর মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে, আমরা পারি। বাংলাদেশের পক্ষে এখন সব অসাধ্য সাধন সম্ভব। শেষ স্প্যান পরিদর্শনের বিষয়ে তিনি জানান, ‘এই অনুভূতি কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। শুধু একটি কথাই বলা যায় আমরা সমগ্র দেশবাসী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। তিনি সমগ্র বিশ্ববাসীর কাছে আমাদের এই উচ্চতায় নিয়ে গেলেন। চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে একটি জিনিস বাস্তবায়ন করা যায়, সেটি আমাদের শিখিয়েছিলেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বে দেশ পেয়েছি, পেয়েছি স্বাধীনতা-সার্বভৌমত্ব। তার কন্যার হাত ধরে আজ পদ্মাসেতু পেলাম।’ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের যে মর্যাদা সমগ্র বিশ্ববাসীর কাছে, আমরা যে অবস্থানে আজ পৌঁছে গেলাম, এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ। এটা তো সবার স্বপ্ন, স্বপ্নের পাশাপাশি একটা মর্যাদার বিষয়ও ছিল। অনেক ষড়যন্ত্র হয়েছে, সব ষড়যন্ত্রের জবাব সব শেষ এই স্প্যান বসানোর মধ্য দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিলো, অমরা পারি।’ নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এখন যেকোনো অসাধ্য সাধনের সক্ষমতা রাখে। দেশরতœ শেখ হাসিনা আলোকবর্তিকা। তিনি সমগ্র বাংলাদেশকে আলো দিচ্ছেন। তার আলোয় বাংলাদেশ আজকে আলোকিত হয়ে গেছে। পদ্মাসেতু হচ্ছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র হচ্ছে, মাতারবাড়ি সমুদ্রবন্দর হচ্ছে। কী হচ্ছে না! মহাসড়ক ছিল না, আজ চার লেন, ছয় লেন মহাসড়ক হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও বাংলাদেশ যথেষ্ট সাহসী। করোনা মোকাবিলায় আমরা সফলও হয়েছি।’