বলাৎকারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৬:২৯ পিএম | অনলাইন সংস্করণ
আজ মুক্তিযুদ্ধ মঞ্চ মাদ্রাসায় শিক্ষার্থী বলাৎকারে জড়িতদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেছে । বলাৎকারের শাস্তি মৃত্যুদণ্ড, মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে সেল গঠনের দাবি জানানো হয়েছে ওই লিফলেটে।
শুক্রবার (১১ই ডিমেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে লিফলেট বিতরণ করা হয়।
বলাৎকারকে ইসলামের দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সৈয়দ এমদাদ উদ্দিন।
এসময় মুক্তিযুদ্ধ মঞ্চ জানায়, আগামীতে সারাদেশের প্রতিটি মসজিদ-মাদ্রাসায় লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে বলাৎকারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করবেন তারা।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘সারাদেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যতগুলো মসজিদ-মাদ্রাসা রয়েছে সেগুলোতে আমরা বলাৎকারের বিরুদ্ধে যে লিফলেট বিতরণ কার্যক্রম তা আমরা চলমান রাখবো।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সৈয়দ এমদাদ উদ্দিন বলেন, ‘বলাৎকারের বিরুদ্ধে আমরা সবাই উচ্চকণ্ঠ হই। কারন এটা সামাজিক অপরাধ। মাদ্রাসায় যদি কেউ এ সমস্ত কাজ করে থাকে সেটা আরো বেশি অপরাধ। সে আলেম নামের কলঙ্ক।'