প্রকাশ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৩:৫২ পিএম | অনলাইন সংস্করণ
যুক্তরাজ্য, বাহরাইন ও কানাডার পর ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে সৌদিতে ফাইজারের অনুমোদনের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করে সৌদি প্রেস এজেন্সি।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ফাইজার–বায়োনটেকের করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ কতৃপক্ষ। ফলে মহামারি ঠেকাতে দেশটির স্বাস্থ্য দফতর এখন থেকে ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবেন। তবে ঠিক কবে থেকে এর প্রয়োগ শুরু হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের তৈরী ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্যে। ইতোমধ্যে দেশটিতে ভ্যাকসিন প্রয়োগও শুরু হয়েছে। তবে যাদের এলার্জি জনিত সমস্যা আছে তাদের এই ভ্যাকসিন নেয়া থেকে বিরত থাকতে নিদের্শ দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।