প্রকাশ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ৮:২৫ পিএম | অনলাইন সংস্করণ
“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” স্লোগানকে সামনে রেখে বরগুনায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন সফল নারীকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে নির্বাচিত করা হয়।
জয়িতারা হচ্ছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে দোলন মিত্র, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোসা: নুরজাহান বেগম, সফল জননী মোসা: রাহিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে লাইলি বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মোসা: মনিরা বেগম।
বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
মহিলা বিষয়ক অধিদপ্তর-বরগুনার উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নিএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, পৌর মেয়র শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া, এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চ¤পা, নারী নেত্রী হোসনেয়ারা হাঁসি, পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ এসআই জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু ও মনির হোসেন কামাল।
জতিয়াদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তা দোলন মিত্র। তিনি হোমমেড হেয়ার ফল কন্ট্রোল এন্ড হেয়ার গ্রোথ অয়েল “দোলনচাঁপা”র মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্য নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হওয়া নারী উদ্যোক্তা দোলন মিত্র বলেন, ২০১৪ সালে আমি পড়াশোনা চলাকালীন সময় বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে উপাদান সংগ্রহ করে একটি হোমমেড হেয়ার ফল কন্ট্রোল এন্ড হেয়ার গ্রোথ অয়েল উৎপাদনের উদ্যোগ গ্রহন করি। এরপর প্রথম দিকে আমার উৎপাদিত এই তেলটি আমার এলাকা ও পরিচিতজনদের মধ্যে বিক্রি শুরু করি। একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমার উৎপাদিত তেলটি ব্যাপক পরিসরে বাজারজাতকরণের উদ্যোগ নেই। অল্প কিছুদিনের মধ্যে আমার এই তেলটি এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ম শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যানে আমার তেলের মার্কেটিং এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “দোলনচাঁপা” নামের একটি ফেসবুক পেইজ খুলি। এফ কমার্স মাধ্যমে ব্যবহার করে আমি আমার তেলের মার্কেটিং শুরু করি। অল্প কিছুদিনের মধ্যে আমার তেল সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জণ করে। এমনকি বিদেশ থেকেও আমি তেলের অর্ডার পেতে থাকি। আমার নিজের তৈরি হোমমেড হেয়ার ফল কন্ট্রোল এন্ড হেয়ার গ্রোথ অয়েল দিয়ে আমি আত্মনির্ভরশীল নারী হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি। সেই সাথে আমার এই প্রকল্পের মাধ্যমে আমি অসহায় ও কর্মহীন মানুষের যথাসম্ভব কর্মসংস্থান করে যাচ্ছি।