মুজিববর্ষ উদযাপন সফল করার জন্য দেশব্যাপী জনকল্যাণে কাজ করে বিত্তবান ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বুধবার (৯ ডিসেম্বর) শিল্প প্রতিমন্ত্রী রাজধানীর মিরপুর ১১ নম্বরে মোহনা টেলিভিশন কার্যালয়ে গরিব-অসহায় ও প্রতিবন্ধী নারীদের মাঝে সেলাই মেশিন, শাড়ি, নগদ অর্থ ও মাস্ক বিতরণকালে এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী ব্যক্তিগত পক্ষ থেকে এসব সহায়তাসামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন সব পরিবারের জন্য ঘর ও কর্মহীনদের জন্য কাজের সুযোগ নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
সহায়তা উপকরণসমূহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী এগুলোকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য গ্রহীতাদের পরামর্শ দেন। প্রতিমন্ত্রী জনকল্যাণে এ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।