প্রকাশ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ
ঝিকরগাছায় সমবায় ভিত্তিক বেসরকারি ভাবে গড়ে উঠেছে বহুমুখি গবাদিপশু ও মৎস্য উৎপাদন খামার। একদল তরুণ উদ্যোক্তা ‘গ্রামবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ’ এর ব্যানারে বহুমুখি উৎপাদনশীল এই প্রকল্প শুরু করেছেন। উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে গড়ে তুলেছেন সম্ভাবনাময় এই প্রকল্প। এখানে দেশি-বিদেশি উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, মৎস্য ও হাঁস-মুরগী উৎপাদনের খামার গড়ে তোলা হয়েছে।
প্রকল্প পরিচালক জানিয়েছেন, প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। ইতোমধ্যে ৩০/৩৫ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে ১৫টি উন্নত জাতের ষাড়গরু, ৩০/৩৫টি গাড়ল বা ভেড়া, ১৫/২০টি ছাগল দিয়ে এই প্রকল্পের যাত্রা শুরু করা হয়েছে ৬বিঘা জমির আয়তন জুড়ে। ২বিঘা জলাভূমি বা পুকুরে দেশি রুই ও কার্প জাতীয় মাছ চাষের আওতায় আনা হয়েছে। গরুর দু’টি টিনশেড, ব্লাকবেঙ্গল জাতের ছাগলের শেড একটি, গাড়ল ও একটি বড় মাপের পোল্ট্রি খামারের শেডনির্মাণ শেষের পথে। নির্মাণকাজ শেষ হলে উন্নত জাতের বাছুর গরু ও দুগ্ধ উৎপাদন (ডেইরী) প্রকল্পের জন্য গাভি আমদানী করার পরিকল্পনা রয়েছে।
সমিতির একঝাঁক শিক্ষিত, কর্মজীবী, উদ্যমী ও তরুণ উদ্যোক্তা এই প্রকল্প ঘিরে নিজেরা স্বাবলম্বি হওয়ার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও নতুন নতুন খামার গড়ে তোলার ব্যাপারে উৎসাহ যোগাতে কাজ করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা।
প্রয়োজনে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সম্ভাব্য আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে বলে জানান প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় আমরাও অংশিদার -এই প্রত্যয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা নিজেদের অর্থায়নে এই প্রকল্প হাতে নিয়েছি। গ্রামবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ৬সদস্যের পরিচালনা পর্ষদসহ শতাধিক সাধারণ সদস্য রয়েছেন।