‘ভাসানচর পরিদর্শনে জাতিসংঘের প্রস্তাব পাইনি ’-পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ২:০৭ এএম আপডেট: ০৮.১২.২০২০ ২:১৭ পিএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ সরকার কর্তৃক ভাসানচরে এখনও চলছে রোহিঙ্গাদের নিরাপদ স্থানান্তর প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ায় পর্যবেক্ষণ ও ভাসানচর পরিদর্শনের জন্য জাতিসংঘ কোনো আনুষ্ঠানিক প্রস্তাব কখনোই দেয় নি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল সোমবার সংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, জাতিসংঘ চাইলেই তাদের সময়মত সেখানে যেতে পারে। সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের প্রভাব প্রত্যাবাসন কূটনীতিতে পড়বে না। কক্সবাজারের আশ্রয় শিবির থেকে এক লাখ রোহিঙ্গাকে পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবার প্রক্রিয়া চলছে। তবে শুধু স্বেচ্ছায় যেতে ইচ্ছুকদেরই নেওয়া হবে ভাসানচরে। জাতিসংঘের বিবৃতির তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, সরকার ভাসানচরের যাবতীয় তথ্যই তাদের দিয়েছে এবং তাদের এ প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকারও আহ্বান জানিয়েছিল। পরবর্তীতে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হবে কি না এ বিষয়ে আবদুল মোমেন বলেন, অস্থায়ীভাবেই রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয়েছে। তবে, এখনও বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো। নতুন সরকার গঠনের পর প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আরেক দফা আলোচনা শুরু করবে বাংলাদেশ। এ সময় তিনি প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের পদক্ষেপ নিয়ে জাতিসংঘকে আরও উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিরোধিতা করলেও ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১৬ শতাধিক রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে।