প্রকাশ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ২:০৭ এএম আপডেট: ০৮.১২.২০২০ ২:১৯ পিএম | প্রিন্ট সংস্করণ
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, পাকবাহিনীর দোসরদের তালিকা প্রকাশের জন্যে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ নামে করা হচ্ছে নতুন আইন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেন। গণভবন থেকে অনলাইনে এ সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. আনোয়ারুল ইসলাম জানান, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজাকার বাহিনী ও অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধের ও দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের তালিকা তৈরি করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তিনি আরো জানান, যারা মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে প্রস্তাবিত এ আইনে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) আইনের অনেকগুলো ধারা সংশোধনী প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের তালিকা থাকলেও ছিল না রাজাকারদের তালিকা ও তার আইনগত ভিত্তি। নতুন আইন কার্যকরের পর তৈরি করা সম্ভব হবে রাজাকারসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা।