প্রকাশ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ১:১৩ পিএম | অনলাইন সংস্করণ
মৌলভীবাজারে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে যথাযোগ্য মর্যাদায় পাক-হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের চাঁদনীঘাটে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।
এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ডের প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এই দিন মৌলভীবাজার পাক-হানাদার মুক্ত হওয়ায় দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে দিনপ্যাপি আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালিত হবে।