প্রকাশ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ২:৫৪ এএম | অনলাইন সংস্করণ
সৌদি আরবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফর ও বৈঠকের বিষয়ে এবার মুখ খুলেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি বিন ফয়সাল আল সৌদ।
তিনি বলেন, কয়েকটি ইসরাইলি ও মার্কিন গণমাধ্যম নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। সৌদির জনগণ নেতানিয়াহুর মতো দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীর কথা কখনও বিশ্বাস করে না। খবর আল-জাজিরার।
বাহারাইন সিকিউরিটি সামিটে উপস্থিত হয়ে ইসরায়েলের সমালোচনা করতে গিয়ে এই যুবরাজ এ কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে, ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে।
এসময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। যুবরাজ ফয়সাল বলেন, মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার যে আলোচনা হয় বলে নেতানিয়াহু প্রচার করে বেড়াচ্ছেন, তা সম্পূর্ণ মিথ্যা। গত সপ্তাহে নিওমে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর কোনো বৈঠকই হয়নি। এটি পুরোটাই গুজব।