দেশের স্থপতিকে নিয়ে দুরাচার করার সাহস কোথা থেকে পায় এরা?: ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন
প্রকাশ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ১০:২৮ পিএম আপডেট: ০৭.১২.২০২০ ১০:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
সম্প্রতি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অস্তিত্বের অহম মুক্তিযুদ্ধ এবং একক সাহস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিকৃত ইঙ্গিতে আওয়াজ তুলতে দেখা যায়। এরা ধৃষ্টতা নিয়ে বলেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে সরিয়ে ফেলবার কথা। বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির কৌশলে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন, ভোটাধিকার এবং ক্ষমতার অংশীদার করবার ফল এখনও বয়ে বেড়াচ্ছে। তাই তাদের এই ঘাড় এখনি মটকে দিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিতভাবে রুখে দাড়াতে হবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৮১ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। সোমবার (০৭ ডিসেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন বলেন, আজকে আমার ভাবতে অবাক লাগে যে, দেশের জাতির জনকের গায়ে আঘাত করতে পারে তারা! এতো বড় দুরাচার করার সাহস কোথা থেকে পায় এরা। এতো বড় ষড়যন্ত্রের পিছনে কারা ইন্ধন দিচ্ছে? কারা এদেরকে মদদ দিচ্ছে? এই জায়গাটি আমাদের খুঁজে বের করতে হবে। ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। একটি মহল ষড়যন্ত্র করে এই ইস্যুকে পুঁজি করে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ তা হতে দিবে না। ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসে হায়েনাদের অন্তরজ্বালা বেড়ে যায়, বঙ্গবন্ধু মুজিবের প্রতিচ্ছবি তাদের হ্রদয়ের দহনকে বাড়িয়ে দেয় বহুগুণে, তাই নেতা মুজিবের ভাস্কর্য প্রতিরোধে ডিসেম্বরকেই এরা বেঁচে নিয়েছে। মুক্তি সংগ্রামের পঞ্চাশ বছরে, এ জাতির অর্জন অনেক। অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, জন্ম মৃত্যু আর জনমিতির নানা সূচকে পাকিস্তানকে টপকিয়েছে বহু আগেই, এই অগ্রগতি প্রতিবেশীসহ অনেক দেশেরই অন্তরজ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরের ২১ বছরেও বাংলাদেশে কেউ এতটা ঔদ্ধত্য দেখাতে পারেনি। দেশীয় আর আন্তর্জাতিক চক্র যারা প্রিয় বাংলাদেশ এর অভ্যুদয় ও অগ্রগতিকে আজও মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, সেই ঘৃণ্য অপশক্তিই শাপলা চত্বরের ধর্মান্ধ গোষ্ঠীকে সামনে রেখে মরণ নেশায় মত্ত হয়েছে। সারাদেশে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান, মাতারবাড়ীতে চলছে উন্নয়নের মহাযজ্ঞ, কর্ণফুলী টানেল, মেট্রোরেল বদলে দেবে যোগাযোগের চিত্র, শেখ হাসিনার নেতৃত্বের সুফল ফসল পদ্মাসেতু ঘুরিয়ে দেবে দেশের দক্ষিণাঞ্চল - এতো সব নিকট সম্ভাবনাকে সামনে রেখে চক্রান্তে নেমেছে সাম্প্রদায়িক গোষ্ঠী।