প্রকাশ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৯:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
মহামারী করোনার থাবায় পরপর দুই ম্যাচ স্থগিত হওয়ার পর এবার সিরিজটিই বাতিল করা হলো।
সোমবার (০৭ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, দুই বোর্ড সিরিজ বাতিল করতে সম্মত হয়েছে। দুই দেশের ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির সুপার লিগের অন্তর্ভুক্ত হওয়ায়, দুই বোর্ডই পরবর্তীতে আবারো সিরিজটি আয়োজনের বিষয়ে একসঙ্গে কাজ করবে।
সিএসএ'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগান্দ্রে গোবেন্দার জানিয়েছেন, সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে তাতে সিএসএ কিংবা ইসিবি দুই পক্ষই বিষয়টিকে বেশ গুরুত্বসহকারে নিয়েছে এবং সিরিজ বাতিলের সিদ্ধান্তটিই এই মুহূর্তে সবচেয়ে যৌক্তিক বলে মনে করেছে। ইসিবিকে আমরা ধন্যবাদ দিতে চাই ওদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য।
এর আগে গেল শুক্রবার সিরিজের ১ম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ম্যাচ শুরুর মাত্র ২ ঘণ্টা আগে জানা যায়, ২ প্রোটিয়া ক্রিকেটার করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে সেদিন ম্যাচটি স্থগিত করা হয়।
এরপর রোববার ২য় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, আগের দিন জানা যায়, টিম হোটেলের একজন কর্মচারী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরের ম্যাচটিও স্থগিত করা হয়। এবার পুরো সিরিজটিই বাতিল করা হলো।
ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ক্রিকেটার এবং কর্মকর্তাদের কল্যাণকে আমরা সবসময়ই প্রাধান্য দিয়েছি। সাম্প্রতিক ঘটনাগুলোর পরিণতি কি হতে পারে, সে বিষয়ে আমরা গভীরভাবে ভেবেছি। সে হিসেবেই আমরা সিএসএ'র সঙ্গে আলোচনা করেছি এবং যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি সিরিজটি স্থগিতের বিষয়ে।
এর আগে দু'দল ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলে। তবে ওয়ানডে সিরিজের আগেই শুরু হয় করোনার আগ্রাসন।
গেল ১৭ নভেম্বর ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর থেকে এখন পর্যন্ত ৩ জন প্রোটিয়া ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ২ জন ইংলিশ ক্রিকেটারও করোনা পজিটিভ হয়ে দেশে ফিরে গেছেন আগেই।