পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ কিনেছিলেন প্রতারক জসিম উদ্দীন নামে এক যুবক। মূল্যের কিছু টাকা পরিশোধ করেন নগদে, বাকি টাকা বাবদ দেন ব্যাংক চেক। এভাবেই পেতেছিলেন প্রতারণার ফাঁদ, কিন্তু তা যেন আর হয়েও হলো না। অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম উদ্দীনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশ।
গ্রেফতার যুবক জসিম উদ্দীন চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার আহমদ মিয়ার ছেলে।
জানা গেছে, পাহাড়তলী থানার হাজী ক্যাম্প আব্দুল গণি রোডের কালুশাহ জুয়েলার্স থেকে ৫০ হাজার ৬২৭ হাজার টাকার স্বর্ণ কেনেন জসিম উদ্দীন। স্বর্ণের মূল্য বাবদ দোকানিকে ২০ হাজার ৫০০ টাকা নগদ ও বাকি ৩০ হাজার টাকার ব্যাংক চেক দেন তিনি। এ সময় নিজেকে পাহাড়তলী থানার এসআই বলে পরিচয় দেন জসিম উদ্দীন। পরে দোকানির সন্দেহ হলে তিনি বিষয়টি থানায় অবহিত করেন।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, দোকানদারের সন্দেহ হলে তিনি থানায় আসেন। জসিমের প্রতারণার বিষয়ে বুঝতে পেরে এ ঘটনায় মামলা নিই। পরে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জসিম উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র ও দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে তোলা হবে। এছাড়া কার সহায়তায় পুলিশের পরিচয়পত্রের মত করে হুবহু ভুয়া পরিচয়পত্র তৈরি করেছেন সে বিষয়ে জানতে রিমান্ড চাওয়া হবে।