প্রকাশ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চরদুলালবাড়ি ও গাজিপুর জেলার কোনাবাড়ি এলাকার পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৭ জুয়ারী ও দুই শীর্ষ ডাকাতসহ ৯জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি’র এস আই এসআই পরিমল চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন চরদুলালবাড়ী এলাকা থেকে শামছুল(৪৮) এর বসত বাড়ী থেকে জুয়া খেলারত অব¯’ায় জুয়ারী বিনোদ চন্দ্র দাস(৪৫), আলাল উদ্দিন(৪৫), এসএম মোর্শেদ আলী(৩৮), সুবল চন্দ্র দে(৪৮), নন্দ সাহা(৪২) আশিক মাহমুদ(২০), রবিউল ইসলাম(৩২) সহ ৭জনকে গ্রেফতার করে।এসময় গ্রেফতারকৃত জুয়ারীদের কাছ থেকে একটি কাঠের ওয়ানটেন বোর্ড ’ ওয়ান টেন খেলার পিন ০৬টি , নগদ ১৬,৫০০(ষোল হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।
এ ছাড়াও দীর্ঘ ১৫ মাস আগে ভালুকা থানাধীন চানপুর বাজারে ৪টি দোকানে সংঘঠিত ডাকাতির রহস্য উৎঘাটনসহ ঘটনায় জড়িত ডাকাত হেলাল উদ্দিন(৪২) ও শ্রী আনন্দ চন্দ্র দাস সেলিম(২৯)কে গাজীপুর জেলার কোনাবাড়ি থেকে গ্রেফতার করে।
ডাকাত মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে ০৩ টি ডাকাতি মামলা এবং ডাকাত শ্রী আনন্দ চন্দ্র দাস সেলিমের বিরুদ্বে খুন, ডাকাতি, অস্ত্র, চুরি, বিষ্ফোরকসহ ১৫ টি মামলা রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান গ্রেফতারকৃত আসামীদের ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।