চিকিৎসার নামে হাত-পা বেঁধে নির্যাতন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ ডিসেম্বর, ২০২০, ৯:২৯ পিএম | অনলাইন সংস্করণ
দিপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরের টানবাজার শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার শাহাদাতকে চিকিৎসার নামে নির্যাতনের অভিযোগ উঠেছে । এ ঘটনায় ওই নিরাময় কেন্দ্রের পরিচালক খোকনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৫ ডসেম্বর ) ভোরে সদর উপজেলার জালকুড়ি এলাকায় দিপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে হাত-পা বাঁধা ও ন্যাড়া অবস্থায় ওই ব্যাংক কমকর্তাকে উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ ।
উদ্ধার হওয়া ব্যাংক কর্মকর্তা শাহাদাত উপজেলার সদর থানার ডনচেম্বার এলাকার হাবিবুল্লাহ মাস্টারের ছেলে। সে টানবাজার শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার।
ব্যাংক কর্মকর্তা শাহাদাতের ভাতিজা মো. ইয়াসিন জানায়, শনিবার বিকেল ৪টার দিকে ৮-১০ জন লোক তার চাচাকে মারতে মারতে টেনে হিঁচড়ে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ বিষয়ে তারা সদর থানাকে অবগত করার পাশাপাশি ৯৯৯ -এ ফোন করে।
পরে ফতুল্লা থানা পুলিশের এসআই শামীম রাত সাড়ে ৩টার দিকে ফতুল্লা থানা এলাকার জালকুড়ির দিপ্তি মাদকাসক্ত নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে তার চাচাকে উদ্বার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।
ব্যাংক কর্মকর্তা শাহাদাত জানান, সাদা মাইক্রোবাসে তুলে তাকে হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতন করা হয়। একপর্যায়ে মাথা ন্যাড়া করে দেয় এবং তাকে ইনজেকশন পুশ করার চেষ্টা করে। পরে তাকে পুলিশ গিয়ে উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার এসআই শামীম জানান, ৯৯৯- এ ফোন পেয়ে দিপ্তি মাদক নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আহতবস্থায় ব্যাংকার শাহাদাতকে উদ্বারসহ খোকন নামে একজনকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ব্যাংক কর্মকর্তার স্ত্রী তার স্বামীকে মাদকাসক্ত আখ্যায়িত করে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য আবেদন করলে মাদক নিরাময় কেন্দ্রের লোকজন শনিবার বিকেলে ব্যাংক কর্মকর্তাকে মাইক্রোবাসে করে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাকে অমানবিক নির্যাতন করে।