প্রকাশ: রোববার, ৬ ডিসেম্বর, ২০২০, ৮:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
শনিবার (৫ নভেম্বর) সকালে রূপায়ন সিটি উত্তরায় আয়োজিত সেলস কমফারেন্সে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে রূপায়ণ গ্রুপ। রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প শুধু রূপায়ণেরই নয়। এই প্রকল্প দেশেরও সম্পদ। দেশ যদি ভালো থাকে। দেশের মানুষ যদি ভালো থাকে, তবেই আমরা ভালো থাকবো। আমাদের সন্মানিত কাস্টমারদের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। কাস্টমারদের স্বার্থে আমরা কাজ করবো।
রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল তার বক্তব্যে বলেন, রিয়েল এস্টেট একটি ভালো সেক্টর ।এই সেক্টরে পূর্ন আস্থা ফেরানোই আমাদের লক্ষ্য। অন্যান্য সেক্টরের মতো রিয়েল এস্টেট সেক্টরও যে ভালো করতে পারে, ভালো জিনিস নিয়ে কাজ করতে পারে এই বার্তাটা সবার মাঝে তুলে ধরতে চাই। সকল কাস্টমার যাতে বুজতে পারে রিয়েল এস্টেট সেক্টর ঘুরে দাড়িয়েছে।
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম বলেন, রূপায়ণ সিটি উত্তরা রূপায়ণের একটি স্বপ্নের প্রকল্প। বাংলাদেশের কোন রিয়েল এস্টেট কোম্পানী এতো বড় প্রকল্প করার দুঃসাহস দেখাতে পারে নাই।
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পি জে উল্লাহ বলেন, মানুষের লাইফ স্টাইল এর পরিবর্তনে রূপায়ণ গ্রুপ কাজ করে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমস্যায় আছে, আমরা ব্যতিক্রম নয়। সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান বলেন, আমরা দেশের জন্য করতে চাই। জাতীর জন্য করতে চাই। রিয়েল এস্টেট সেক্টরে নতুন লাইফ স্টাইল যেটা আমরা চালু করেছি তাকে আরো অনেক দূরে নিতে চাই।
রূপায়ণ সিটি উত্তরার হেড অব সেলস রেজাউল হক লিমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেলস কনফারেন্স এ শতাধিক বিক্রয় ও বিপণন কর্মকর্তারা অংশ নেয়।