প্রকাশ: রোববার, ৬ ডিসেম্বর, ২০২০, ৮:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সিনিয়র মোসাদ কমাণ্ডারে ফাহমি হিনাভিকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে। তবে তাকে গুলি করে হত্যার ভিডিও ভাইরাল হলেও ইসারায়েলের কোনো মিডিয়া এ খবর প্রকাশ করেনি।
আরব নিউজ ও প্রেস টিভির প্রিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিবের রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। ইসরায়েলের এধরনের হত্যাকাণ্ডের সঙ্গে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যার কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তোলা হয়েছে সংবাদমাধ্যমে।
বলা হয়েছে, ফাখারিজাদেহকে হত্যার পর ইরানের তরফ থেকে ইসরায়েলকে দায়ী করা হয়েছিলো। এও বলা হয়েছিলো উপযুক্ত সময়ে ফাখরিজাদেহকে হত্যার প্রতিশোধ নেয়া হবে।
অসমর্থিত সূত্রের উল্লেখ করে ইরানের সরকার নিয়ন্ত্রিত প্রেসটিভির খবরে বলা হয়েছে তেল আবিবের রাস্তায় একটি ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে উঠলে গাড়িটি এসে থামে এবং ঘাতকরা গুলি চালায়। গাড়িটিতে অনেকগুলো গুলির চিহ্ন দেখা গেছে ছবিতে। খবরে দাবি করা হয় মোসাদ কর্মকর্তার গায়ে ১৫টি গুলি বিদ্ধ হয়। এবং ঘাতকরা নির্বিঘ্নে পালিয়ে যেতে সমর্থ হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায় হামলার পর গাড়িটির চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন দাঁড়িয়ে তল্লাশী চালাচ্ছে। তবে ঠিক কখন ওই হত্যাকাণ্ড ঘটে তা জানা যায়নি।
ইরানের একটি মিডিয়া দাবি করে নিহত ওই ব্যক্তি পারিবারিক কলহের শিকার হয়েছিলো। তেল আবিব কর্তৃপক্ষ এ ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।