প্রকাশ: রোববার, ৬ ডিসেম্বর, ২০২০, ৪:৩০ পিএম | অনলাইন সংস্করণ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভাস্কর্য ভেঙে আমরা তাকে শুধু অসম্মান করছি না, বরং আমরা জাতি হিসেবে নিজেদের ছোট করছি, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার (৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী কুষ্টিয়ার ঘটনা সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ে সারাজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। আমাদের স্বাধীনতা দিয়েছেন। এখন আমরা যদি তার সম্মান রক্ষা করতে না পারি তা খুবই দুঃখজনক।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে তারা অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, সাংস্কৃতিক, গ্রামীণ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তুরস্ককে বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
এ সময় তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।