প্রকাশ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ৪:২৪ পিএম | অনলাইন সংস্করণ
২০১৩-১৪ (ফার্মেসি বিভাগ) ও ২০১৫-১৬ সেশনের স্নাতক সেমিস্টারের সব পরীক্ষার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) ১২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের শিক্ষার্থী ফাহিদ এনাম, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের ৫ বছরের কোর্স কিন্তু প্রায় ৭ বছর শেষ হলেও আমাদের গ্রাজুয়েশন শেষ হয়নি। সরকারি চাকরির বয়সসীমা প্রায় সন্নিকটে চলে আসছে। আমাদের ৫ বছরের কোর্স হলেও সরকারি চাকরির বয়সসীমার ক্ষেত্রে কোনো বয়স বাড়ানো হয়নি। এক্ষেত্রে আমরা অন্য বিভাগ থেকে ১ বছর সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছি। আমরা পরিবারের সম্মতিতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে জানুয়ারির মধ্যেই পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
করোনায় মারা না গেলেও জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছি। চাকরির বয়সসীমা শেষ হলে সারা জীবন ভুগতে হবে আমাদের। শুধুমাত্র একটি পরীক্ষার জন্য শতশত শিক্ষার্থীর জীবন আজ হতাশায় নিমজ্জিত। পরিবার চেয়ে আছে আমাদের দিকে। অথচ নিরুপায় হয়ে শুধ জীবনের মূল্যবান সময় হারিয়ে যেতে দেখছি।