প্রকাশ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ১:১৭ পিএম | অনলাইন সংস্করণ
চীনের একটি কয়লা খনিতে আটকে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চঙকিংয়ের একটি খনিতে এসব শ্রমিকরা আটকে পড়েছিলেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুই মাসের ব্যবধানে ওই অঞ্চলে এটি দ্বিতীয় দুর্ঘটনা।
সিনহুয়া জানিয়েছে, ডায়োশুইডং কয়লা খনিতে মাত্রাতিরিক্ত মাত্রায় কার্বন মনোক্সাইড গ্যাসের নিচে আটকা পড়েন ২৪ জন। তাদের মধ্যে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় এই ঘটনা ঘটে। ঘটনাটি যে খনিতে ঘটেছে সেটি দুই মাস আগেই বন্ধ করে দেয়া হয়েছিল এবং কোম্পানি ভূগর্ভস্থ যন্ত্র ধ্বংস করেছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
চীনের খনিগুলোতে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। সেপ্টেম্বরে শেষে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। চঙকিংয়ের সোনজাজাও খনিতে অতিমাত্রা কার্বন মনোক্সাইডে মধ্যে আটকে পড়ায় তাদের মৃত্যু হয়।
সিনহুয়া জানায়, ডায়োশুইডং, ১৯৭৫ সালে নির্মিত এবং ১৯৯৯ সাল থেকে বেসরকারি উদ্যোগে পরিচালিত এটি একটি উচ্চ মাত্রার-গ্যাস খনি, যার বার্ষিক ধারণক্ষমতা ১২০,০০০ টন কয়লা।