রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার বলেন, আজকে লাইভে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। যুদ্ধের স্মৃতি আমার মনে আছে। সেসময় দেখেছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলার মানুষের মধ্যে যে একতা, প্রেম, ভ্রাতৃত্ব ছিল। যার কারণে সমস্ত জাতি তখন একত্র হয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন। তৎকালীন সময়ে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ কে বা খ্রিস্টান এটা তখন মূল বিষয় ছিলোনা। মূল বিষয় ছিল বাংলার স্বাধীনতা। ভাস্কর্য নিয়ে আমি যদি বলি তাহলে বলতে হবে বহু দেশে বহু মুসলমান রয়েছেন, যারা ভাস্কর্য শিল্প অনুমোদন করেন, নিজের ঘরে সজ্জাবস্তু হিসেবে রাখেন, মিউজিয়ামে পবিত্র স্মৃতি উপকরণ হিসেবে যত্ন সহকারে সেগুলো সংরক্ষিত থাকে, ছুটির দিনে দল বেঁধে অনেক মুসলমান তা দেখতে যান। সেসব নিয়ে মুসলিম পণ্ডিতরা ইতিহাসের পাঠোদ্ধার করার জন্য বিচিত্র গবেষণা ও প্রত্নতত্ত্ব বিদ্যা চর্চা করেন। কিন্তু আমাদের দেশে সব অন্ধত্ব যেন এদের ভর করছে কয়েক যুগ ধরে। সাধারণ মানুষের কাছে ইসলামের মহান বাণী পৌঁছানোর, ইসলামকে সঠিকভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করার পরিবর্তে এরা মেতে আছে ঠুনকো সব ইস্যু নিয়ে। ভাস্কর্য আর মূর্তি এই দুইটির ইংলিশ শব্দের অর্থ পুরটাই ভিন্ন। ইংরেজিতে ভাস্কর্য হচ্ছে স্কাল্পচার আর মূর্তি হচ্ছে আইডল, ফিগার, আইকন। মূর্তির বাংলার অর্থ দাড়ায় উপসস বস্তু, ঠাকুর, ভক্তির মূর্তি, দেব মূর্তি। আর ভাস্কর্যের বাংলা অর্থ দাড়ায় মানব মূর্তি, শিলা রুপ মূর্তি, বা মাটি দিয়ে নির্মিত বস্তু। মূর্তি হচ্ছে যাকে ভক্তি করা হয় আর ভাস্কর্য হচ্ছে আপনি যাকে ভালোবাসার একটি পাত্র যাকে আমি পছন্দ করতে পারি। তাই এখানে কোন দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়।