প্রকাশ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০, ৮:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
করোনাকালীন সময় অনলাইনে ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখায় ও শিক্ষাকে এগিয়ে নেয়ার কারণে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার দেবে সরকার। আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলার অনুষ্ঠানে এ স্বীকৃতি দেয়া হবে।
জানা গেছে, ইতোমধ্যে সারাদেশ থেকে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সংগ্রহ করা হয়েছে। এ বছরের ডিজিটাল ওয়ার্ল্ড মেলার ইভেন্ট ও ডিজিটাল কন্টেন্ট বা ক্লাস এর আওতায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও সেরা শিক্ষক ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নয়টি আঞ্চলিক অফিসের পরিচালক ও উপ-পরিচালকের কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম চেয়ে চিঠি দিয়েছিলো মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
এ ব্যাপারে অধিদপ্তরটির কর্মকর্তারা জানান, ডিজিটাল কন্টেন্ট ও অনলাইনে ক্লাস নেয়ার জন্য দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হবেন। এর মধ্যে একটি কলেজ পর্যায়ের। অপরটি মাধ্যমিক বিদ্যালয়ের। করোনাকালে এমন স্বীকৃতি অনলাইন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে উৎসাহ যোগাবে বলে তারা জানান।