প্রকাশ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০, ২:১৪ এএম আপডেট: ০৪.১২.২০২০ ১:৩৮ পিএম | প্রিন্ট সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই নানা কারণে আলোচনায় এসেছেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মার্কিন নির্বাচনে অনেকটা নিশ্চিত পরাজয়ের পরও হার মানতে নারাজ তিনি। রায় বদলাতে আদালতে আদালতে ঘুরছেন ট্রাম্পের আইনজীবীরা। তবে এবার সরাসরি নিজের ইচ্ছার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন যে, আরও চার বছর হোয়াইট হাউসে থাকতে চান তিনি। হোয়াইট হাউসে আসন্ন বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরাসরি নিজের ইচ্ছার কথা বলেন। এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বড়দিনের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প আরও চার বছর হোয়াইট হাউসে থাকার বিষয়ে কথা বলেন। এই চার বছর ২০২১ থেকে কিংবা ২০২৫ থেকে শুরু হতে পারে বলেও পরিষ্কার করেন ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘দারুণ চারটি বছর গেছে। আমরা আরও চার বছরের জন্য চেষ্টা করে যাচ্ছি। না হলে চার বছর পর এখানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।’ বরাবরের মতো আবারও এবারের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প। আবারও দাবি করে বলেন, তিনিই নির্বাচনে জয়ী হয়েছেন। ট্রাম্পের ভাষ্য, ‘কিন্তু তারা (ডেমোক্র্যাটরা) এটা পছন্দ করেনি। আমার আইনি দলের সঙ্গে যে ভুয়া শুনানি হয়েছে, তা কি আপনারা দেখেছেন? সত্যিই এটি ছিল হতাশাজনক।’ তবে ট্রাম্প যাই বলেন না কেন এরই মধ্যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সরকার গঠন প্রক্রিয়া শুরু করতে অর্থ ছাড়ও দেওয়া হয়েছে।