প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৮:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রাইটস যশোর'র সহযোগীতায় ও ঝিকরগাছা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফর্মের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বিএম হাই স্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নির্যাতন প্রতিরোধের উপজেলা পর্যায়ের প্লাটফরমের সভাপতি লুবনা তাক্ষী'র এতে সভাপতিত্বে করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাইটস যশোর'র প্রজেট অফিসার প্রণব ধর, উপজেলা পর্যায়ে প্লাটফরমের উপদেষ্টা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, যুগ্ম আহবায়ক ও ডিআরও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরা বেগম, সদস্য সচিব ও জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, কলমীলতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিনা জামান, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতানা আহম্মেদ, উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, সিনিয়র সহ সভাপতি শাহানুর কবির হ্যাপি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, যুগ্ম সম্পাদক বাবুল আখতার বাবু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাব্বি, কোষাধ্যক্ষ মাকিল আহমেদ মিলন, প্রচার সম্পাদক রত্না বেগম, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রতিবন্ধী সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএম হাই স্কুলের সহকারী শিক্ষক রোজী মৃধা।