প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৮:৩২ পিএম | অনলাইন সংস্করণ
টেকনাফের হোয়াইক্যংয়ে হাইওয়ে থানা পুলিশের নির্ধারিত চেকপোস্টে তল্লাশী চালিয়ে সাড়ে ১৯হাজার পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছে।
বুধবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে নয়াপাড়া এলাকায় টেকনাফ সদর থেকে ছেড়ে আসা একটি মালবিহীন ট্রাক চেক করতে গেলে উক্ত ইয়াবা পাওয়া যায়। এসময় ট্রাকটির চালক পালানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। তখন দায়িত্বরত এএসআই জসিম উদ্দিন, নায়ক জাহিদ আলম, কনস্টেবল মাহফুজুর রহমান,ওমর ফারুক, শামসুল আলম ধাওয়া করে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকতে পারে সন্দেহে গাড়িটির চালককে পালিয়ে যাওয়ার সময় আটক করে ফেলে।
ধৃত ট্রাক চালক উখিয়া উপজেলার ইনানী এলাকার ইমাম হোসেনের পুত্র বেলাল উদ্দিন (২৬)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িতে তল্লাশী করে চালকের পেছনের সিটে শপিং ব্যাগ থেকে ১৯ হাজার ৫শত ৫০পিস ইয়াবা জব্দ এবং ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, এঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে এবং জব্দকৃত আলামত এবং পাচারকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। যার মামলা নাম্বার ৮/০৩-১২-২০।