প্রকাশ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ২:১৮ পিএম | প্রিন্ট সংস্করণ
বিজয় দিবসের একটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। নাটকের নাম ‘৫০ বছরের বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্পে এটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। চার মুক্তিযোদ্ধা বন্ধুর একটি বাড়িকে ঘিরে বর্তমান সময়ে নতুন কিছু করার পরিকল্পনাকে ঘিরেই মূলত ‘৫০ বছরের বাড়ি’ নাটকের গল্প আবর্তিত হয়েছে। আগুন বলেন, ‘অরুণ দার নির্দেশনায় এর আগেও অনেক নাটক, সিনেমায় অভিনয় করেছি। দাদা ভীষণ শান্ত একজন মানুষ। বেশ ঠান্ডা মাথায় তিনি কাজ করেন। যে কারণে তার নির্দেশনায় কাজ করতেও ভালো লাগে। পুরো ইউনিট বেশ গুছানো থাকে সবসময়ই। কাজ করে অন্যরকম আনন্দ পাওয়া যায়। ৫০ বছরের বাড়ি নাটকটির গল্প এবং এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী। বিজয় দিবসে নাটকটি দেখার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ রইল।’ নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এর আগেও আগুন আমার নির্দেশনায় একক নাটক, ধারাবাহিক নাটক এবং সিনেমাতেও অভিনয় করেছে। তার অভিনয়ের প্রতি কেমন যেন আমার একটা আস্থা আছে। যে কারণে তাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর এবার আসলে করোনাতে আমি ঘরেই বন্দি ছিলাম। এই নাটকটিও নির্মাণ করার কথা ছিল না। কিন্তু যেহেতু বিগত আট বছর ধরে আমি বিজয় দিবসে চ্যানেল আইয়ের জন্য নাটক নির্মাণ করে আসছি, তাই এবারো এই নাটকটি নির্মাণ করতে হয়েছে। আমি চেষ্টা করেছি গল্পটা ভালোভাবে তুলে ধরার জন্য। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ আসছে বিজয় দিবসে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে। এদিকে আগুন সর্বশেষ ফাহমিদা নবীর সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।