অস্ট্রেলিয়ায় ‘ব্ল্যাক সামার’!
প্রকাশ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ২:০৭ পিএম | প্রিন্ট সংস্করণ
গত বছরও প্রবল গরমে পুড়ে ভয়াবহ দাবানল দেখেছে অস্ট্রেলিয়া। মৃত্যু হয়েছিল ৩৩ জনের। সেই সঙ্গেই মারা গিয়েছিল প্রায় ১০০ কোটি পশু। প্রধানমন্ত্রী স্কট মরিসন গত গ্রীষ্মকে ‘ব্ল্যাক সামার’ আখ্যা দিয়েছিলেন।অস্ট্রেলিয়ায় খাতা-কলমে গ্রীষ্মকাল শুরু হয় ডিসেম্বরে। তবে সেই সময় আসার আগেই তীব্র গরমে পুড়ছে অস্ট্রেলিয়া। পরিসংখ্যান বলছে, বহু বছর এত উষ্ণ নভেম্বর দেখেননি এখানকার মানুষ। ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদেশে তাপপ্রবাহের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আবহবিদেরা। সেই সঙ্গে রয়েছে দাবানলের আশঙ্কাও। খবর বিবিসির।নভেম্বরে থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। সিডনিতে রবিবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। শুধু সিডনিই নয়, নিউ সাউথ ওয়েলসের উত্তরে, কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্ব অংশে আগামী ৫-৬ দিন তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সেখানে পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।এই পরিস্থিতিতে দাবানলের জন্য বাড়তি সতর্ক প্রশাসন। এ রকম শুষ্ক ও গরম আবহাওয়ায় জঙ্গলের বিস্তীর্ণ এলাকা পুড়ে বিপুল সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বনজঙ্গলে যাতে কোনোভাবে আগুন লাগানো না হয়, তার জন্য মানুষকে আগে থেকেই সতর্ক করে রাখছে প্রশাসন। গরমে সুস্থ থাকতে সাধারণ মানুষকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে বলা হচ্ছে। নিজেদের পাশাপাশি পোষ্যদেরও আলাদা করে যতœ নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন।আবহবিজ্ঞানীদের কথায়, গরমে অস্ট্রেলিয়ার কিছু এলাকায় তাপপ্রবাহ নতুন কিছু নয়। কিন্তু গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গে এই ধরনের সতর্কতা চিন্তা বাড়াচ্ছে পরিবেশবিদদের।