প্রকাশ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ১:১৮ পিএম আপডেট: ০১.১২.২০২০ ১:৪৭ পিএম | প্রিন্ট সংস্করণ
৪২তম বিশেষ এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার দিনগত রাতে কমিশনের ওয়েবসাইটে সরকারি চাকরিতে নিয়োগে দুই বিসিএসের বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশ করা হয়। করোনাভাইরাস মহামারিকালে চিকিৎসক সংকট কাটাতে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য জরুরি ভিত্তিতে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করা হয়েছে। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩০০ নম্বরের (এমসিকিউ লিখিত পরীক্ষা ২০০ নম্বর ও ১০০ নম্বরের মৌখিক) পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। ৪২তম বিসিএসে অংশ নিতে ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন পূরণ করে ফি জমা দেওয়া যাবে। ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। অন্যকে ৪৩তম বিসিএসে অংশ নিতে ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন পূরণ করে ফি জমা দেওয়া যাবে। ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। ৪৩তম নিয়মিত বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে ৪৩তম বিসিএসে।