প্রকাশ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ১:১৮ পিএম আপডেট: ০১.১২.২০২০ ১:৪৮ পিএম | প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা তৃতীয় জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। গতকাল টানা তৃতীয় জয় তুলে নেয় মোহাম্মদ মিঠুনের দল। এদিন ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়েছে তারা। চট্টগ্রামের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪১ রানে থেমে যায় বরিশালের ইনিংস। এর আগে ৭ উইকেটে ১৫২ রান করে গাজী গ্রুপ চট্টগ্রাম। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুর্দান্তভাবেই শুরু করে গাজী গ্রুপ চট্টগ্রাম। দলীয় ২২ রানে সৌম্য সরকারকে (৫) হারালেও দলকে এগিয়ে নিয়ে যান আরেক ওপেনার লিটন দাস। তাকে সঙ্গ দেন অধিনায়ক মিঠুন। তিনি করেন ১৭ রান। চট্টগ্রাম অধিনায়ককে বিদায় করেন সুমন খান।
২৫ বলে ৪ চারে ৩৫ রান করে সাজঘরে ফেরেন লিটন। এরপর দলের হাল ধরেন শামসুর রহমান (২৬) ও মোসাদ্দেক হোসেন (২৮)। জিয়াউর রহমান ব্যক্তিগত ২ রানে আউট হলেও শেষদিকে ঝড় তোলেন সৈকত আলী। ১১ বলে ১ চার ও ৩ ছয়ে ২৭ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন তিনি। ৮ রানে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম। বরিশালের হয়ে ৪ ওভারে ৪২ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আবু জায়েদ। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন সুমন খান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। জবাব দিতে নেমে বরিশালকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার মিরাজ ও তামিম ইকবাল। তবে দলীয় ২৩ রানে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। মিরাজকে (১৩) সাজঘরে ফেরান তিনি। এরপর পারভেজ হোসেন ইমনকে (১১) নিয়ে দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন তামিম। কিন্তু হঠাৎই ছন্দপতন। এসময় মোসাদ্দেকের শিকার হন তামিম। বরিশাল অধিনায়ক ৩২ বলে ৩২ রান করেন।
এরপর আফিফ হোসেন (২৪) ও তৌহিদ হৃদয় (১৭) ছাড়া আর কেউ উল্লেখযোগ্য দাঁড়াতে পারেননি। শুরু হয় প্যাভিলিয়নে আসা যাওয়ার পালা। সম্ভাবনার ঝলক দেখানো ইরফান শুক্কুর করেন মাত্র ২ রান। মাহিদুল ইসলাম অঙ্কন ১০, তাসকিন আহমেদ ২, অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান সুমন খান ১৫ ও কামরুল ইসলাম রাব্বির ২ রান যা হারের ব্যবধানটুকু কমাতে সাহায্য করে। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া ৩ উইকেট নিয়েছেন শরিফুলও। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন মোসাদ্দেক ও সৌম্য। ম্যাচ সেরা হন শহিদুল। এই জয়ের ফলে টানা তিন ম্যাচে চট্টগ্রামের সংগ্রহ ৬ পয়েন্ট। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম। অন্যদিকে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে তামিমের বরিশাল।
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ নামের দেশটির জন্মযন্ত্রণাকে অনুভব করতে হলে মুক্তিযুদ্ধকালীন পাকসেনা ও তাদের এদেশীয় দোসরদের হাতে সংঘটিত বর্বরোচিত গণহত্যাগুলোর দিকে দৃকপাত করতে হবে। তরুণ লেখক ও গবেষক আরিফ রহমান একাত্তরে দেশের গ্রাম-গঞ্জ-নগরে সংঘটিত সেইসব গণহত্যার মর্মভেদী চিত্র তুলে এনেছেন দীর্ঘ পরিশ্রমে। বিজয়ের মাসে ভোরের পাতার এ আয়োজন গণহত্যার ভয়াবহ সেই চিত্রগুলোকে পাঠকের সামনে খুবই ক্ষুদ্র পরিসরে তুলে ধরার প্রয়াস।