প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৯:২০ পিএম | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত ডাক্তার মো. কামরুল হাসান এবং সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত ডাক্তার সৈয়দা হোসনে আরাকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা আনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য সোমবার জরুরি ভিত্তিতে এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে বরিশাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আইএসপিআর জানায়, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা দিয়ে আসছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন ও মেডিকেল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে।
আইএসপিআর আরো জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ডাক্তার মো. কামরুল হাসান ও ডাক্তার সৈয়দা হোসনে আরার শারীরিক অবস্থার অবনতি হলে তাদের জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বরিশাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।