প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৮:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
মুজিববর্ষ উপলক্ষে বরগুনায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এমপি কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট।
বরগুনা স্টেডিয়ামে কালার ড্রেস ও সাদা বলে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির শুভ উদ্বোধন হবে আাগামী ২ ডিসেম্বর। টুর্নামেন্টে ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার আটটি দল অংশগ্রহণ করছে। ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বরগুনা জেলা শাখার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকার দুটি ও বরিশালের তিনটিসহ আট দলের লড়াইয়ে জমজমাট এটাই হবে জেলার সবচেয়ে বড় ক্রিকেট আসর।
উদ্বোধন ও ফাইনালের দিন একটি করে এবং অন্যান্য দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ঢাকার দুটি, বরিশালের তিনটি, পটুয়াখালীর একটি এবং বরগুনার দুটি দল অংশ নেবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলো হল- মিরপুর ক্রিকেট একাডেমি ঢাকা, ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি বরিশাল, বেসিক ক্রিকেট একাডেমি বরিশাল, অল স্টার্স অব বরিশাল, ক্রিকেট একাডেমি পটুয়াখালী ও বরগুনা বয়েজ এবং বরগুনা জুনিয়র্স।
সোমবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আয়োজকরা। মতবিনিময় সভায় টুর্নামেন্টের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, কোয়াবের এ্যাডভাইজার অ্যাডভোকেট সুনাম দেবনাথ।উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কোয়াবের উপদেষ্টা এম. হারুন অর রশিদ রিংকু, সভাপতি শাওন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম প্রমুখ।