সিরাজগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৬:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
সোনিয়া খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহত সোনিয়া খাতুন কৈজুরী ইউপির পূর্বচর কৈজুরী গ্রামের মো. সৈয়দ মোল্লার মেয়ে।
নিহত সোনিয়া খাতুনের মামাতো ভাই মো. রেজাউল করিম জানান, ৪ মাস পূর্বে কৈজুরী ইউনিয়নের পাথালিয়া পাড়ার মো. ছামাদ ব্যাপারীর ছেলে শরিফুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সোনিয়ার। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে যৌতুকের জন্য নির্যাতন করতেন। গতকাল রোববার রাতের কোনো এক সময় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে সোনিয়ার মরদেহ দেখতে পাই।
শাহাজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও সোনিয়ার গলা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।