প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ১১:৫৯ এএম | প্রিন্ট সংস্করণ
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে শুরু হয় তরুণ বাপ্পী চৌধুরীর সফল অভিষেক। মাঝে ৩০টির বেশি ছবিতে কাজ করেছেন। যার বেশিরভাগ ছবিই সফল, তবে ঢাকাই সিনেমার ট্র্যাডিশনাল ফরমুলায় তৈরি। ক্যারিয়ারের ৮ বছর পেরিয়ে সম্প্রতি তিনি নিজেকে টেনে বের করছেন গন্ডির বাইরে। যেখানে তিনি পরিপাটি নায়ক সেজে নাচ-গান আর ফাইটের মধ্যে নিজেকে আটকে রাখছেন না। বরং বেছে বেছে গল্প আর ইতিহাসনির্ভর ছবিতে নিজেকে যুক্ত করছেন। অভিনয় করছেন পরিপাটি নায়কের বাইরে, নানামাত্রিক চরিত্রে। তারই অন্যতম প্রতিচ্ছবি মিললো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কয়েকটি স্থিরচিত্রের মাধ্যমে। যেখানে বাপ্পী চৌধুরীর দেখা মিলেছে ৭৫ বছর বয়সী গেটআপে! সাদা চুল-দাড়ি, শার্ট আর চশমার ফ্রেমে সাজানো বাপ্পী চৌধুরীর এমন গেটআপে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। দু’কদম বাড়িয়ে কেউ কেউ বলছেন, ঢালিউডের নায়করা ক্রমশ পুরনো ধারণা থেকে নিজেদের বের করে আনছেন, এটা শুভ লক্ষণ।প প্রচলিত রয়েছে, চরিত্রের প্রয়োজন হলেও ঢাকাই সিনেমার নায়ক-নায়িকারা নাকি পর্দায় নিজেদের বুড়ো অবয়বে হাজির করতে চান না সচরাচর! সেই ট্যাবু থেকে বাপ্পী চৌধুরী বের হওয়ার চেষ্টা করছেন ক্রমশ। যার প্রমাণ তার সাম্প্রতিক কয়েকটি সিনেমা। এরমধ্যে অন্যতম ‘ঢাকা ২০৪০’, ‘কোভিড ১৯’, ‘৫৭০’ এবং সর্বশেষ সংযোজন হলো ‘প্রিয় কমলা’। ফেসবুকে মুগ্ধতা ছড়ানো বয়োবৃদ্ধ গেটআপের ছবিগুলো ‘প্রিয় কমলা’ থেকে নেওয়া। এই গেটআপ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘আমি চেষ্টা করছি নিজেকে নানাভাবে ভাঙতে। আমার সাম্প্রতিক ছবির তালিকা দেখলেই সেটা বুঝতে পারবেন। এখন যে সময়টা এসেছে সেখানে গল্প আর চরিত্র নিয়ে খেলার কোনও বিকল্প নেই। এবং আমি ভিন্ন ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করে খুবই মুগ্ধ। ‘প্রিয় কমলা’তে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। ১৮ নভেম্বর থেকে গাজীপুরের পূবাইলে এ ছবির শুটিং শুরু হয়। এদিকে লকডাউনের আগে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘সিক্রেট এজেন্ট’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া বেলাল সানির পরিচালনায় ‘ডেঞ্জার জোন’ নামের একটি ছবির কাজ কিছুদিন আগে শেষ করেছেন। দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা ২০৪০’ এবং ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড-১৯’ নামের ছবি দুটির কিছু কাজ বাকি আছে।