বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাজ্য-ফ্রান্স নয়া চুক্তি
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ১১:৫৫ এএম | প্রিন্ট সংস্করণ

অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে  একমত হয়ে নতুন একটি চুক্তিতে সই করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। গত শনিবার স্বাক্ষরিত এই চুক্তিতে দেশ দুটি বলছে, তারা অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন প্রযুক্তির পাশাপাশি সীমান্তে পুলিশি পাহারা জোরদার করবে।শুধু সাগর পথে নয়, কেউ যাতে কার্গো ট্রাকে চড়ে ইউরোপে প্রবেশ করতে না পারে সেদিকেও কঠোর নজরদারি করবে এই দুই দেশ।
প্রতি বছর হাজার হাজার অভিবাসী ছোট ছোট নৌকায় চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। যদিও বেশিরভাগ অভিবাসীর সলিল সমাধি ঘটে সাগরে। তারপরও কমছে না উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দেয়ার ঘটনা। ফলে প্রতি বছরেই দীর্ঘ হচ্ছে সাগরে অসহায় মানুষের মৃত্যুর মিছিল।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রীতি পাটেল বলেন, ‘ফ্রান্স সৈকতে আরও বেশি বর্ডার গার্ড মোতায়েন করা হবে। পাশাপাশি সাগরে অভিবাসীদের অবস্থান নিশ্চিত করার জন্য ড্রোন ও রাডার ব্যবহার হবে।’তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি যে, ফ্রান্সের সৈকতগুলোতে অভিবাসীর সংখ্যা অনেক কমে এসেছে। আর কেউ এলেও মূল ভূখন্ডে আর প্রবেশ করতে পারছে না।’পাটেলের সঙ্গে সুর মিলিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, ‘আমরা চাই এই রাস্তা ব্যবহার করে আর কোনো অভিবাসী ফ্রান্সে প্রবেশ না করুক।’তবে তাদের এই চুক্তিকে খুবই হতাশাজনক বলে আখ্যায়িত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ‘অবৈধ অভিবাসী ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হলো তাদের জন্য যুক্তরাজ্যে ‘রাজনৈতিক আশ্রয়’ নেয়ার পথটি সহজতর করা। এইভাবে বর্ডার বন্ধ করা কখনো ভালো উপায় হতে পারে না।ডিটেন্টশন অ্যাকশন চ্যারেটি নামে একটি আন্তর্জাতিক সংগঠনও এই চুক্তির তীব্র সমালোচনা করেছে। সংগঠনটির পরিচালক বেলা সানকি বলেন, ‘নিরাপদ ও বৈধ রাস্তা বের করাই হলো অবৈধ অভিবাসী ঠেকানোর প্রধান উপায়। এভাবে পুলিশি পাহারার মাধ্যমে সীমান্ত বন্ধ করার কোনো সার্থকতা নেই।’যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব পাটেল জানিয়েছেন, রাজনৈতিক আশ্রয় নেয়ার জন্য আগামী বছর নতুন একটি আইন পাস করতে যাচ্ছে যুক্তরাজ্য।
পরিসংখ্যান বলছে, চলতে বছরে ফ্রান্স সরকার প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসীকে সীমান্তে আটক করেছে। অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য গেল ১০ বছরে ফ্রান্সকে ১৫০ মিলিয়ন পাউন্ড দিয়েছে যুক্তরাজ্য।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]