বঙ্গবন্ধু টি টোয়েন্টির কিছু কথা
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ১১:৪৮ এএম | প্রিন্ট সংস্করণ
হাসলো তামিমের ব্যাট :শেষ ওভারে গিয়ে জেমকন খুলনার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল ফরচুন বরিশালের। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই অধিনায়ক তামিম ইকবালের হাফসেঞ্চুরিতে স্বস্তির জয়ে পেয়েছে তারা। গত শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর ১৩২ রানের জবাব দিতে নেমে ৬ বল বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তামিমের দল।গাজী গ্রুপের রাজত্ব : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যেন চলছে গাজী গ্রুপ চট্টগ্রামের রাজত্ব। পর পর দুটি ম্যাচে ঢাকা ও খুলনাকে একশোর নিচে অলআউট করে অনায়াসেই ম্যাচ জিতেছে মিঠুনের নেতৃত্বে খেলা দলটি। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে অলআউট করার পর জেমকন খুলনাকে ৮৬ রানে থামিয়ে দিয়েছে তারা।
লিটন দাসের অনুভূতি :ওপেনার ও উইকেটকিপার লিটন দাস মনে করেন এমন সাফল্যের পেছনে মূল ভূমিকা তাদের বোলারদের।গত শনিবার ম্যাচের পর সংবাদমাধ্যমকে লিটন বলেছেন, ‘আমার মনে হয় দুইটা ম্যাচেই পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। ধন্যবাদ বোলারদের। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে, যে যখন বল করছে খুবই দায়িত্ব নিয়ে বল করছে। আর মুভমেন্টগুলো খুবই ভালো ছিল। কে, কখন, কোথায় বল করবে। ওভারঅল টিমওয়ার্ক ভালো। খুবই ভালো ফিল্ডিং। অল ওভার টিম গেম।
হতাশ মাহমুদউল্লাহ : টানা দুই ম্যাচ হার জেমকন খুলনার। মিনিস্টার রাজশাহীর বিপক্ষে হারের পর । আবার গত শনিবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষেও হার। এত দারুন হতাশ টাইগারদেও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ম্যাচেই হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। অথচ দল হিসেবে টুর্নামেন্টে সবচেয়ে অভিজ্ঞ দল খুলনা। তবে এমন হারের পেছনে পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।’বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল মনে হচ্ছিল জেমকন খুলনাকে। জাতীয় দলে দীর্ঘদিন খেলা বেশ কয়েক জন ক্রিকেটার আছেন দলটিতে। তবে টুর্নামেন্টের শুরুর তিন ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না বিগ বাজেটের দলটি।