মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দ্বিতীয় ম্যাচেও ভারতের হার
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ১১:৪৮ এএম | প্রিন্ট সংস্করণ

ভারতের বিপক্ষে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন স্টিভেন স্মিথ। টানা পাঁচ ইনিংসে খেলেছেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস, শেষ তিনটিতে সেঞ্চুরি। তার বিস্ফোরক সেঞ্চুরির সঙ্গে আরও চার ফিফটিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া।সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৮৯ রান করে স্বাগতিকরা। ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে গড়ল সর্বোচ্চ রানের রেকর্ড।সিরিজ শুরুর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালের ৩৫৯ ছিল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ। প্রথম ওয়ানডেতে সেটি ছাড়িয়ে করে ৬ উইকেটে ৩৭৪ রান। এবার এই রানও পিছনে পড়ে গেল।আগের ম্যাচে ৬২ বলে সেঞ্চুরি করেছিলেন স্মিথ, যা অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম। সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও তিন অঙ্ক ছুঁয়েছেন ৬২ বলে!নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বারের মতো ফিফটি পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যান। শতরানের জুটিতে স্বাগতিকদের ভিত গড়ে দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।শুরুর জুটিতে অগ্রণী ছিলেন ওয়ার্নার, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফিঞ্চ দিয়ে যাচ্ছিলেন সঙ্গ। স্বাগতিক অধিনায়ককে ফিরিয়ে ১৩৮ বলে গড়া ১৪২ রানের জুটি ভাঙেন মোহাম্মদ শামি। ৬৯ বলে ৬ চার ও এক ছক্কায় ফিঞ্চ করেন ৬০। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে কেবল তারই স্ট্রাইক রেট একশর নিচে।
ঝুঁকিপূর্ণ দুই রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে থামেন ওয়ার্নার। ৭৭ বলে এই বাঁহাতি ওপেনার তিন ছক্কা ও সাত চারে করেন ৮৩ রান।কাছাকাছি সময়ে দুই ওপেনারের ফিরে যাওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি ভারত। আগের ম্যাচে দ্রুত ফেরা মার্নাস লাবুশেনের সঙ্গে স্মিথের জুটিতেও রান আসতে থাকে দ্রুত। বলে বলে রান করে এগোচ্ছিলেন লাবুশেন, স্মিথ ছিলেন আগ্রাসী।
৩৮ বলে ফিফটি স্পর্শ করেন স্মিথ, ৪৬ বলে লাবুশেন। ৬২ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফিরে যান স্মিথ। ভাঙে ৯৫ বল স্থায়ী ১৩৬ রানের জুটি। স্মিথের ৬৪ বলে খেলা ১০৪ রানের ইনিংসে ১৪টি চারের পাশে দুটি ছক্কা।
ক্রিজে গিয়েই ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার শেষের খুনে ব্যাটিংয়েই চারশ রানের কাছাকাছি যায় অস্ট্রেলিয়ার সংগ্রহ। ৬১ বলে পাঁচ চারে ৭০ রান করা লাবুশেনকে ফিরিয়ে ঝড়ের বেগে এগোনো জুটি ভাঙেন জাসিপ্রত বুমরাহ।২৯ বলে চারটি করে ছক্কা ও চারে ৬৩ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। এদিকে জবাব দিতে নেমে ভারত ৫০ ওভার খেলে ৯ উইকেটে সংগ্রহ করে ৩৩৮ রান। ভারতীয় দলপতি  কোহলি করেন  ৮৭ বলে ৮৯ আর কে এল রাহুল করেন ৬৬ বলে ৭৬।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]