প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ২:১৮ এএম আপডেট: ৩০.১১.২০২০ ১:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
পুরান ঢাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান বেগম গুলশান আরা সেলিম আর নেই। রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা। তিনি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোঃ সেলিমের সহধর্মিনী, মদিনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মােহাম্মদ সােলায়মান সেলিম এবং মদিনা গ্রুপের পরিচালক ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মােঃ ইরফান সেলিমের মাতা। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মহীয়সী নারী মরহুম গুলশান আরা সেলিম হাজী মোঃ সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং অগ্রনী স্কুল এন্ড কলেজ-এর গভর্নিং বডির চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
মরহুমার নামাজে জানাজা আজ (সােমবার) বাদ আসর চকবাজার শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিগত ১৬ ডিসেম্বর, ২০১৮ ইং হৃদরােগে আক্রান্ত হলে তাঁকে ল্যাব এই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালে পাঠানাে হলে দীর্ঘদিন তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সম্প্রতি তাঁকে দেশে এনে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (রােববার) রাতে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।