প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ২:০২ এএম আপডেট: ৩০.১১.২০২০ ২:০৪ এএম | অনলাইন সংস্করণ
ছয় বছর পর নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং স্থানীয় এমপি সালমান এফ রহমান।
গত শনিবার দুপুরে নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এ তাগিদ দেন তিনি।
এমপি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলায় শুধু আওয়ামী লীগই নয়। যতগুলো সহযোগী সংগঠনের মেয়াদ শেষ হয়েছে, সেই সব সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটির সঙ্গে কথা বলে দ্রুত সম্মেলনের ব্যবস্থা করতে হবে।
advertisement
সালমান এফ রহমান বলেন, কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। যারা কমিটির সদস্য হয়ে বলছেন এবারের কমিটির কোনো ভাই দ্বারা পরিচালিত হবে না। যারা বলছেন এবারের কমিটিতে কোনো গ্রুপ নেই, মূলত তারাই কোনো ভাই দ্বারা পরিচালিত হন এবং তারাই গ্রুপিংয়ের মাস্টারমাইন্ড।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, ইব্রাহিম খলিল, মো. ফজলুল হক ফজল, নন্দলাল সিং, প্রবীর সাহা, শেখ হান্নান উদ্দিন, সাইদুর রহমান ফিরোজ, ইউসুফ হারুন টিপু, মনিরুজ্জামান তুহিন, মো. হারুন, ডা. বাবুল, মোজাম্মেল হক টিপু, ওমর খান, আজহার উদ্দিন কাজল, অধ্যক্ষ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট নান্নু মিয়া, অ্যাডভোকেট আকমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।