বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই: রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ১০:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
সম্প্রতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে সমাবেশ করেছে মৌলবাদী দুই নেতা। স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতাবিরোধী মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের আস্ফালন দিন দিন বেড়ে চলেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেয়া হবে না। বাংলার মাটি কখনোই মৌলবাদীদের জন্য ছিলোনা এবং থাকবেও না।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৭৩ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। রবিবার (২৯ নভেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান, অভিনেতা ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইতে পড়েছি, উনার নিজের হাতের লেখা থেকে আমরা পেয়েছি যে, আমি একজন বাঙালি, আমি বাঙ্গালী, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে, দুইবার মরে না। উনি অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। ইসলাম নিয়ে উনার কোন সমস্যা ছিলোনা। কিন্তু উনি যখন একটি দেশকে শাসন করেছিলেন, দেশে একটি অসাম্প্রদায়িক চেতনার জন্ম দিয়েছিলেন, সেই অসাম্প্রদায়িক চেতনার ধারাবাহিকতায় তারই কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও তার পিতার মত একজন ধর্মপরায়ণ মানুষ। তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এবং সম্প্রতি আমরা শুনেছি উনি সকাল বেলা অন্য কিছু করার আগে জায়নামাজ আগে খুঁজেন। যিনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ, যিনি দেশের মানুষের জন্য সারাক্ষণ কাজ করেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অসাম্প্রদায়িক চেতনাটা কি আসলে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে। এখানে মুসলমান ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, খ্রিস্টান ধর্মের মানুষ আছে। আমরা সবাই মিলে একটি সোনার বাংলায় বসবাস করছি। আজকে সবাই মিলে একটি সম্প্রীতির বাংলাদেশে বসবাস করছি। একজন সাধারণ মানুষ হিসেবে আমি চায়, একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মানুষ হিসেবে আমি মনে করি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে বসবাস করছি এবং এই অসাম্প্রদায়িক চেতনাকে আমরা সামনে এগিয়ে নিতে চায়।