প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ১০:২০ পিএম | অনলাইন সংস্করণ
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দৈনিক ভোরের পাতার ফেসবুক পেইজটি এখন এক মিলিয়ন (১০ লাখ) লাইক সমৃদ্ধ। এই অর্জনকে পাঠকের অফুরান এবং স্বতঃস্ফূর্ত ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মনে করেন ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। ১০ লাখের বেশি লাইক হওয়ার পাঠকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন তিনি।
ড. কাজী এরতেজা হাসান আরো বলেন, ফেসবুক এখনকার সময়ে যে সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মাধ্যমের একটি, তা বোদ্ধা থেকে শুরু করে অতি সাধারণেও বোঝেন বটে। বিশ্বের বাঘা বাঘা সব গণমাধ্যম তাদের সংবাদ কিংবা কনটেন্ট শেয়ারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে ব্যবহার করে ফেসবুক। আর এই ফেসবুকে যে নিজেদের অবস্থান শক্ত করে গড়ে তুলতে হবে, এ বিষয়ে শুরু থেকেই ফোকাস্ড ছিল ভোরের পাতা অনলাইনের। সংবাদ, বিনোদন কিংবা পাঠকের প্রয়োজন কিংবা তাৎক্ষণিক খবর—সবকিছুই পাঠকের দোরগোড়ায় সেলফোনে কিংবা কম্পিউটারে পৌঁছে গেছে ভোরের পাতা ফেসবুক পেজের সুবাদে।
ভোরের পাতা অনলাইন টিমের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে ড. কাজী এরতেজা হাসান আরো বলেন, বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে করোনা মহামারি শুরুর সময় থেকে আজ পর্যন্ত টানা ১৭৩ তম পর্বে ভোরের পাতা সংলাপ চলছে। ফেসবুকে জুম মিটিংয়ের মাধ্যমে দেশ বিদেশের অনেক অতিথি উপস্থিত থেকে আমাদের সমৃদ্ধ করেছেন। দেশের মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, চিকিৎসক, বিদেশি অতিথিসহ নানা পেশার মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়ে ভোরের পাতাকে সমৃদ্ধ করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ভোরের পাতা ফেসবুক পেইজ এগিয়েছে। আমরা ভোরের পাতা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।