রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের ‘রাজনৈতিক শোডাউন’ নিয়ে বিব্রত প্রশাসন, সমালোচনা চলছে
উৎপল দাস
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ৬:১৯ পিএম | অনলাইন সংস্করণ

কোনো ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় রাজনৈতিক শোডাউন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিষয়টি নিয়ে প্রশাসনেরই ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রতবোধ করছেছেন। কয়েকজন সচিব এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা ভোরের পাতার এ প্রতিবেদককে বলেন, একজন সিনিয়র সচিব হিসাবে তার কর্মজীবনে নিজ এলাকায় গিয়ে রাজনৈতিক শো ডাউন করার কোনো মানেই হয় না। এতে করে প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে এক ধরণের ইমেজ সংকট তৈরি হয়। 

প্রশাসনের সচিব পদমর্যাদার একজন সচিব বলেন, আমার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতি করেন। আমি কখনো এলাকায় গেলে কখনোই রাজনৈতিক শোডাউন তো দূরের কথা নানান জনের তদবিরের  কারণে চলে যাই, চলে আসি চুপিসারে। রাজনৈতিক অভিলাষ বা আকাঙ্খা সবারই থাকতে পারে। তবে আমি যখন চাকরি থেকে অবসরে যাবো তখন সেসব নিয়ে ভাবতে পারবো। সরকার আমাকে যে কাজ দিয়েছে, সেটি এখন পালন করার চেষ্টা করছি। 

তিনি আরো বলেন, শুনেছি কয়েকশত মোটরবাইক এবং কমপক্ষে ৪০ টি গাড়ির বহর নিয়ে পুরো সিরাজগঞ্জ শোডাউন করেছেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এত গাড়ির তেল খরচ কি সরকারি কোষাগার থেকে গিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের লোকজন সিনিয়র সচিব নিজ এলাকায় গেলে যতটুকু প্রটোকল সরকারিভাবে প্রাপ্য সেটার সঙ্গে এই ধরণের শোডাউনের কোনো সামঞ্জস্যই নেই। তাই বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে খতিয়ে দেখার অনুরোধও করেন কর্মরত একটি মন্ত্রণালয়ের সচিব। ‍

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জে একটি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার নাম করে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার জেলা শহর দাপিয়ে শোডাউন করেছেন। সেখানে তার ডাক নাম ‘অপু ভাই এগিয়ে চলো, আগামী দিনে এমপি চাই অপু ভাইকে’ এমন স্লোগানও শুনতে পাওয়া গেছে। এ ধরণের একটি ভিডিও ফুটেজও ভোরের পাতার হাতে রয়েছে। 

সরকারি একজন কর্মকর্তা কিভাবে এমন রাজনৈতিক শোডাউন করেন, এ নিয়ে সিরাজগঞ্জ জেলা জুড়েই চলছে নানামুখী সমালোচনা। জেলা  আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতাই বলেছেন, কবির বিন আনোয়ার আমাদের গর্বের সন্তান। তিনি সরকারের এত বড় পদে আছেন। কিন্তু এলাকার উন্নয়ন বা কাউকে চাকরি দেয়ার নজিরও নেই। এখন কর্মরত অবস্থায় এলাকার মধ্যে এসে শোডাউন করলে অনেকে হাসাহাসি করেন। কারণ তিনি অবসরে যাওয়ার পর রাজনৈতিকভাবে মাঠে নামুক, তখন দেখা যাবে তার পাশে ৩০ জন লোকও থাকবে না। এখন অনেকেই নানা কারণে তার মতো একজন সিনিয়র সচিবের পিছনে দৌঁড়াচ্ছেন। 

এ বিষয়টি নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ওরফে অপু ভাইকে তার অফিসিয়াল নম্বরে ফোন করা হলেও কেউ ধরেনি। বিকাল সাড়ে ৫ টার মধ্যে তার দপ্তরের একান্ত সচিব এস. এম. সাদিক তানভীরকে মুঠোফোনে কল, এমনকি অফিসিয়াল নম্বরে কল দেয়া হলেও কেউ ফোন রিসিভ করেননি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]