প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ৩:২৫ পিএম | প্রিন্ট সংস্করণ
কড়া পুলিশি পাহারার মধ্যেই বিক্ষোভ করতে গতকাল দিল্লির বুরারি মাঠে জমায়েত হন ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকরা। বিক্ষোভকারীরা বলেছেন, ওই মাঠে তারা ততক্ষণ অবস্থান করবেন, যতক্ষণ পর্যন্ত না তাদের কথা সরকার শোনে। ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে কৃষকদের দিল্লি চলো অভিযান চলার মধ্যেই গত শুক্রবার উড়িষ্যার বিধানসভার সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তিন কৃষক।সেপ্টেম্বরে ভারতে নতুন কৃষি আইন পাস হওয়ার পর থেকেই ক্ষোভ প্রকাশ করে চলেছেন কৃষকরা। গত তিন দিন ধরে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক রাজধানী দিল্লির দিকে অগ্রসর হয়ে সীমান্তের কাছাকাছি পৌঁছান। গত বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। গত শুক্রবার এক পর্যায়ে বিক্ষোভকারীদেরকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাদেরকে বুরারি এলকার নিরঙ্কারী মাঠে শান্তিপূর্ণ বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়। সেখানে বিক্ষোভের জন্য ব্যবস্থা করে দেয় পুলিশ। পরে পুলিশ সদস্যদের সঙ্গে নিরঙ্কারী মাঠ পরিদর্শন করেন বিক্ষোভকারী কৃষকদের প্রতিনিধিরা। ওই মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি তত্ত্বাবধানে বিক্ষোভস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন পুলিশ সদস্যরাও।কৃষক আন্দোলনে একে একে যোগ দেন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কৃষকরা।এদিকে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলন ঘিরে চরম উত্তজেনার মধ্যেই গত শুক্রবার উড়িষ্যায় তিন কৃষক আত্মহত্যার চেষ্টা করেন। উড়িষ্যা বিধানসভার সামনেই কটকের অথাগড় ব্লকের ওই তিন চাষি গায়ে আগুন ধরানোর চেষ্টা করেন। উড়িষ্যা বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। সেখানে কঠোর নিরাপত্তা রয়েছে। কিছু একটা ঘটতে চলেছে আন্দাজ করে নিরাপত্তারক্ষীরা দৌড়ে আসেন। কটকের তিন কৃষকের আত্মহত্যার প্রচেষ্টা রুখে দেওয়া হয়। পরে তাদেরকে আটক করা হয়।
কটকের ওই তিন কৃষকের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদেই তাঁরা বিধানসভা ভবনের সামনে এসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অথাগড় জেলা সমবায় ব্যাংকেঋণের অনিয়ম নিয়েও তারা অসন্তোষের কথা পুলিশকে জানিয়েছেন।