শূকুরের নাড়ি ভূড়ি তাইওয়ানের সংসদে
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ৩:২৫ পিএম | প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র থেকে শুকর ও গরুর মাংস আমদানি নিয়ে তাইওয়ানের সংসদে হাতাহাতি হয়েছে। অধিবেশন চলাকালীন সময়ে সংসদ সদস্যরা একে অপরের দিকে শুকরের নাড়িভূড়ি ছুড়ে মেরেছেন।
সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে,গত শুক্রবারের অধিবেশনে যুক্তরাষ্ট্র থেকে শুকরের ও গরুর মাংসের ওপর দেশটির দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ছিল।
কিন্তু সংসদে বিরোধী দল চাইনিজ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বিষয়টি মেনে নিতে পারেননি। তাই অধিবেশনে যোগদানের সময় তারা শুকরের নাড়িভূড়ি নিয়ে আসেন এবং দেশটির প্রধানমন্ত্রী সু সেং সাং বক্তব্য দেয়ার সময় ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগেসিভ পার্টির নেতাদের দিকে ছুড়ে মারেন। এসময় উভয় দলের সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়।জানা গেছে, তাইওয়ান সরকার এই মাংস আমদানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তবে বিরোধী দলীয় নেতারা বলছেন এসব মাংসে তাইওয়ানের জনগণের স্বাস্থ্যর জন্য ক্ষতি হবে। ইউরোপ ও চীনেও যুক্তরাষ্ট্রের এসব মাংস আমদানি নিষিদ্ধ।বিরোধী দল চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি বলছে, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা করতে আমরা এই আন্দোলন করেছি।