প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ২:০৯ পিএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক সারা দেশে বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল শনিবার কর্মবিরতির অংশ হিসেবে টিকাদান কর্মসূচি, স্বাস্থ্যশিক্ষা ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদান বন্ধ ছিল। সুনামগঞ্জ-‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ প্রতিপাদ্যে কর্মবিরতি পালন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ের সামনে তারা কর্মবিরতি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো.আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বখত, সদস্য সচিব মো ফরিদুল ইসলাম সুহেল, জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্টাচার্য প্রমুখ।
রাজবাড়ী- জেলার পাঁচ উপজেলার তিনটি পৌরসভা ও ৪২টি ইউপিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। সেখানে উপস্থিত ছিলেন দাবি বাস্তবায়ন পরিষদের রাজবাড়ী শাখার আহ্বায়ক মীর আবদুল কাদের বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক প্রণব কুমার সাহা, সদস্য সচিব জিল্লুর রহমান প্রমুখ। শরীয়তপুর- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের শরীয়তপুর শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এইচ এম মোক্তার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আজিজুল হক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবদুর রব মিয়া প্রমুখ।