প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ২:০৬ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখা প্রয়োজন বলে মনে করে ভারত বাংলাদেশ সম্পর্ক কেন্দ্র (সিবিআইআর)। বিশেষ করে ভারতের সঙ্গে যে ঐতিহাসিক সম্পর্ক তা উন্নয়নের কোনো বিকল্প নেই। এই সম্পর্ককে আরো বেগবান করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার ধামরাইয়ে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সিবিআইআর ঢাকা জেলা শাখা এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিবিআইআর’ এর পরিচালক শাহিদুল হাসান খোকন বলেন, আমাদের ভালো থাকার জন্য প্রতিবেশী দেশের মানুষের ভালো থাকাও শর্ত। বিশেষ করে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতা আমাদের উন্নয়ন ও অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা রাখে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই অঞ্চলের সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বীর মুক্তিযোদ্ধা সাহেব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সিবিআইআর’এর জাতীয় সমন্বয়ক শুভাষিস সমাদ্দার, কেন্দ্রীয় নেতা সাংবাদিক রাজিব খান, সিবিআইআর গবেষণা বিভাগের প্রধান মোশাররফ হোসেন, সাংবাদিক নাসির আহমাদ রাসেল, সিবিআইআর ঢাকা বিভাগের সমন্বয়ক আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় নেত্রী নিলুফার আলম পপি, রফিকুল ইসলাম বাপ্পী, ঢাকা জেলা সমন্বয়ক আশিকুর রহমান রাজিব উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে বেগবান করতে দুদেশের সাধারণ মানুষের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেন। বিশেষ করে দুদেশের শিল্প- সংস্কৃতি, শিক্ষা-স্বাস্থ্য বিষয়ে পারস্পরিক যে সহযোগিতা সেই দিকগুলো বাড়ানোর জন্য মতবিনিময় সভায় গুরুত্ব দেয়া হয়।