প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ১:৪৮ পিএম আপডেট: ২৯.১১.২০২০ ৩:৩১ পিএম | প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি। দীর্ঘদিন পর একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন। এগুলো প্রচারের পর বেশ প্রশংসিতও হচ্ছেন। পাশাপাশি নাটকে অভিনয় তো রয়েছেই। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি...
আপনার অভিনীত তিনটি বিজ্ঞাপন একই সময়ে প্রচার হচ্ছে। দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
ভালোমানের বিজ্ঞাপনে কাজ করলে সেটির প্রতিক্রিয়া সব সময়ই ভালো আসে। যেমন আমি অনেক আগে থেকেই টিভি বিজ্ঞাপনে কাজ করছি। ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করলে আগেও যেমন প্রশংসা পেয়েছি এখনও তাই পাচ্ছি। নতুন তিনটি বিজ্ঞাপনে প্রজন্মের দর্শকের সামনে আমার পরিচিতি বৃদ্ধি করেছে। যা একজন অভিনয়শিল্পীর জন্য ইতিবাচক বিষয়।
এখন কি তাহলে নিয়মিত বিজ্ঞাপনে কাজ করবেন?ভালো গল্প ও নির্মাতার কাজের প্রস্তাব এলে অবশ্যই করব। যদিও নতুন বিজ্ঞাপনগুলো প্রচারে আসার পর থেকে প্রায় নিয়মিতই বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পাচ্ছি। সেগুলো নিয়ে ভাবছি কিংবা প্রস্তাাব ফিরিয়ে দিচ্ছি। তবে মডেলিং আমার ভালোই লাগে।
‘পিছুটান’ ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা কেমন?নাটকটির পরিচালক জাহিদ হাসান। এটি পারিবারিক গল্পে তৈরি হয়েছে। আমার চরিত্রটিও মুখ্য। বিটিভির নিজস্ব স্টুডিওতে শুটিং হয়েছে। সবেমাত্র নাটকটির প্রচার শুরু হয়েছে। যতই পর্ব বাড়বে, ততই দর্শক এর প্রতি আগ্রহী হবেন বলে আমার বিশ্বাস।
মঞ্চ নাটকের কাজের খবর কী?
থিয়েটার নাট্যদলের হয়ে মঞ্চে ‘মুক্তি’ নামের একটি নাটকে কয়েক বছর ধরেই অভিনয় করছি। করোনাভাইরাসের কারণে নাটকটির প্রদর্শনী বন্ধ আছে এখন। তবে মঞ্চে নতুন নাটকে অভিনয় করছি একই দলের ব্যানারে। ‘যামিনী না যেতে’ নামের নাটকটির মহড়া চলছে অনলাইনে। এটি নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার ও ত্রপা মজুমদার।
ছবিতেও কাজ করার কথা ছিল। সেটির অগ্রগতি কী?
আগেও বিক্ষিপ্তভাবে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু সম্প্রতি বিজ্ঞাপনগুলো প্রচারে আসার পর ওয়েবফিল্মের কাজের প্রস্তাব এসেছে। এগুলোতে অভিনয় করব কি করব না তা নিয়ে সিদ্ধান্ত নিতে আরেকটু দেরি হবে।