প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২০, ১:৪৮ পিএম | প্রিন্ট সংস্করণ
আমরা শিল্পী। আমাদের কোনো গন্ডি নেই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়াটাই বুদ্ধিমানের কাজ। এমনটাই আমার কাছে মনে হয়। যুগের চাহিদা বুঝতে না পারলে তো সামনে এগুনো যাবে না। সারা পৃথিবী এখন ওয়েবের দিকে। আমরা কেন পিছিয়ে থাকবো। দর্শক যেই মাধ্যমে কাজ দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করবে সেই মাধ্যমের কাজই বেশি হবে। এটাই স্বাভাবিক। একটা সময় মানুষ টেলিভিশনে নাটক-সিনেমা দেখতো। এখন মোবাইলে দেখে। মাধ্যমের পরিবর্তনকে আমি ইতিবাচকভাবেই দেখছি। এভাবেই কথাগুলো বললেন অভিনেত্রী । অকপটে তিনি স্বীকার করেন যুগটা ওয়েবেরই। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? সুষমা বলেন, কাজ তো খুব বেশি করছি না। বিশেষ করে টেলিভিশনের কাজ খুব কম করছি। সম্প্রতি কয়েকটি খন্ড নাটকে অভিনয় করলাম। যে কয়টা কাজ করলাম সবই ওয়েব প্লাটফরমে যাবে। এরমধ্যে মোস্তফা কামাল রাজের ‘ট্রু স্টোরি’, মিজানুর রহমান আরিয়ানের ‘প্রশ্নোত্তর’ নাটক দুটির গল্প খুব ভালো। কাজ করে আরাম পেয়েছি। এদিকে, সুষমা অভিনীত ‘জ্যাম’ ও ‘উড়াল’ শিরোনামের দুটি ছবির কাজ করোনার কারণে আটকে আছে। খুব শিগগিরই এগুলোর কাজ শুরু হবে বলে জানান অভিনেত্রী। এছাড়া সুষমার ‘নবাব এলএলবি’ নামের আরেকটি ছবি চলতি বছরের বিজয় দিবসে ওয়েব প্লাটফরমে মুক্তির কথা আছে। ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।