প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৭:২৩ পিএম | অনলাইন সংস্করণ
করোনার নব্য প্রকোপে সংক্রমনের ঝুকিঁতে মানুষ যখন এগিয়ে যেতনা জানাযায়; তখন করোনায় মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন কাফনের দায়িত্ব নিয়েছেন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ নামের এক অরাজনৈতিক ধর্মীয় সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির যগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, গাউসিয়া কমিটির বাংলাদেশের উদ্যেগে ২৮ নভেম্বর শনিবার পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করা ১১৬৪ জনের দাফন সম্পন্ন করা হয়েছে এবং সারাদেশে ১৪৮৬ জনের দাফন সম্পন্ন করেছে সংগঠনটি।
মার্চে ভাইরাসটির নব্য প্রকোপে আক্রান্ত এবং মৃত্যু নিয়ে যখন আতঙ্ক ছিল মানুষের মাঝে বিরাজমান, তখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন কাফনের দায়িত্ব নিতে সরকারি অনুমতির জন্য এক প্রশাসন থেকে আরেক প্রশাসন পর্যন্ত দৌড়াতে হয়েছে; এমনটিই জানাচ্ছিলেন সংগঠনটির যগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।
মানবতার দৃষ্টান্ত স্থাপন করে অন্যান্য ধর্মাবলম্বীদের মন জয় করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। ২৮ নভেম্বর শনিবার পর্যন্ত ২১জন অন্যান্য ধর্মাবলম্বীদের সৎকার শেষ করেছেন তারা, এর মধ্যে ১৯ জন হিন্দু আর ২জন বুদ্ধ ধর্মের এবং বুদ্ধ ২জনই মুক্তিযোদ্ধা ছিলেন, সব মিলেয়ে করোনাকালীন সময়ে ২৫ জন মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করেছেন তারা।
এছাড়াও ৯জন ছিন্নমূল মানুষের দাফন কাফনে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দায়িত্ব নিয়েছিলেন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’। রক্তদান কর্মসূচিসহ করোনাকালীন সময়ে মৃত ব্যক্তিদের দাফনের জন্য ১৫টি জেলায় রয়েছে তাদের সেচ্ছাসেবীদের কার্যক্রম, দেশের বাকি জেলা গুলোতে তাদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সংগঠনটির যগ্ম মহাসচিব ও দাফন-কাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।
১৯৮৬ সালে ধর্মীয় এবং মানবসেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মানুষের জন্যেই কাজ করে যাচ্ছে বলে জানান সংগঠনটির সেচ্ছাসেবীরা, আগামীদিনেও তাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে বলে জানান সংগঠকরা ।
কথা হয় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বীর সাথে, তিনি বলেন করোনাকালীন সময়ে দু’একটা বিচ্ছিন্নঘটনা ছাড়া মৃত ব্যক্তিদের দাফন নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। যেখানে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফনে মানুষ তেমন ভাবে এগিয়ে আসতো না সেখানে করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন কাফনে এগিয়ে আসা গাউসিয়া কমিটি বাংলাদেশসহ অন্যান্য সংগঠন ও সংস্থাসমূহ মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরা তাদের পর্যাপ্ত সহযোগিতা করে আসছি এবং প্রয়োজনে সবসময়ই তাদের পাশে রবো।