সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
করোনায় প্রায় দেড় হাজার মানুষের দাফন সম্পন্ন ‘গাউসিয়া কমিটির’
মোশারফ হোসাইন
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৭:২৩ পিএম | অনলাইন সংস্করণ

করোনার নব্য প্রকোপে সংক্রমনের ঝুকিঁতে মানুষ যখন এগিয়ে যেতনা জানাযায়; তখন করোনায় মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন কাফনের দায়িত্ব নিয়েছেন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ নামের এক অরাজনৈতিক ধর্মীয় সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির যগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, গাউসিয়া কমিটির বাংলাদেশের উদ্যেগে ২৮ নভেম্বর শনিবার পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করা ১১৬৪ জনের দাফন সম্পন্ন করা হয়েছে এবং সারাদেশে ১৪৮৬ জনের দাফন সম্পন্ন করেছে সংগঠনটি। 

মার্চে ভাইরাসটির নব্য প্রকোপে আক্রান্ত এবং মৃত্যু নিয়ে যখন আতঙ্ক ছিল মানুষের মাঝে বিরাজমান, তখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন কাফনের দায়িত্ব নিতে সরকারি অনুমতির জন্য এক প্রশাসন থেকে আরেক প্রশাসন পর্যন্ত দৌড়াতে হয়েছে; এমনটিই জানাচ্ছিলেন সংগঠনটির যগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

মানবতার দৃষ্টান্ত স্থাপন করে অন্যান্য ধর্মাবলম্বীদের মন জয় করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। ২৮ নভেম্বর শনিবার পর্যন্ত ২১জন অন্যান্য ধর্মাবলম্বীদের সৎকার শেষ করেছেন তারা, এর মধ্যে ১৯ জন হিন্দু আর ২জন বুদ্ধ ধর্মের এবং বুদ্ধ ২জনই মুক্তিযোদ্ধা ছিলেন, সব মিলেয়ে করোনাকালীন সময়ে ২৫ জন মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করেছেন তারা। 

এছাড়াও ৯জন ছিন্নমূল মানুষের দাফন কাফনে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দায়িত্ব নিয়েছিলেন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’। রক্তদান কর্মসূচিসহ করোনাকালীন সময়ে মৃত ব্যক্তিদের দাফনের জন্য ১৫টি জেলায় রয়েছে তাদের সেচ্ছাসেবীদের কার্যক্রম, দেশের বাকি জেলা গুলোতে তাদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সংগঠনটির যগ্ম মহাসচিব ও দাফন-কাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

 ১৯৮৬ সালে ধর্মীয় এবং মানবসেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মানুষের জন্যেই কাজ করে যাচ্ছে বলে জানান সংগঠনটির সেচ্ছাসেবীরা, আগামীদিনেও তাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে বলে জানান সংগঠকরা ।

কথা হয় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বীর সাথে, তিনি বলেন করোনাকালীন সময়ে দু’একটা বিচ্ছিন্নঘটনা ছাড়া মৃত ব্যক্তিদের দাফন নিয়ে এখন পর্যন্ত  কোন অভিযোগ আসেনি।  যেখানে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফনে মানুষ তেমন ভাবে এগিয়ে আসতো না সেখানে করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন কাফনে এগিয়ে আসা গাউসিয়া কমিটি বাংলাদেশসহ অন্যান্য সংগঠন ও সংস্থাসমূহ মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরা তাদের পর্যাপ্ত সহযোগিতা করে আসছি এবং প্রয়োজনে সবসময়ই তাদের পাশে রবো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]